স্টিভেন স্মিথ, সময়ের সেরা খেলোয়াড়দের একজন। কখনো ব্যাটিংয়ের ম্যাজিক দেখিয়ে জিতে নেন ক্রিকেটপ্রেমিদের হৃদয়, আবার কখনো কেলেঙ্কারি ঘটিয়ে হয়ে যান খলনায়ক।
পত্রিকার শিরোনামে থাকতে হয়তো বেশি প্রিয় এই ক্রিকেটার।মাত্র এক কেলেঙ্কারি ঘটনার শাস্তি পেয়ে ফিরে আসলেন ২২ গজে, এসেই আবার নতুন কান্ড করে পত্রিকার শিরোনামে উঠে এলেন।
সম্প্রতি আস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত টেস্ট দলকে হারের মুখ থেকে রেহাই পাওয়ার জন্য নিলেন ছলচাতুরীর আশ্রয়। ভারতীয় দলকে যখন জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন রিশাভ পান্তক,তখন করে বসলেন এমন এক কাজ যা দেখে পুরো ক্রিকেট বিশ্ব অবাক।
বোলারদের বাড়তি সুবিধা দেয়ার জন্য স্মিত সাহেব পা দিয়ে পান্তের ব্যাটিং গার্ড মুছে দেন। অবশ্য তা কাজে দেয়নি অজিদের। ব্যাটিং পজিশনে এসে তা অবশ্য সাথে সাথে ধরে ফেলেন রিশাভ পান্ত,এবং সাথে সাথে গার্ড একে নেন তিনি।
প্রথমে ধরা না খেলেও পরে ক্যামেরায় জার্সি নাম্বার দেখে সবাই অবাক।
ঘটনার ব্যাখা এখনো দেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
তাহলে স্টিভেন স্মিথ কি আবারো নিষিদ্ধ হবেন?
নায়ক নাকি খলনায়ক- স্টিভেন স্মিথ
এই বিভাগের আরও খবর
জুরুরি নোটিশ
দৈনিক মৌলভীবাজার এক্সপ্রেস এর প্রতিটি নিউজ ১০০ ভাগ মৌলিক রাখার চেষ্টা করা হয়। যদি কোন সংবাদকর্মী অথবা সংবাদ সরবরাহকারী কেউ অন্য কোন ওয়েবসাইট থেকে কোন নিউজ কপি করেন এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।