সাদমান সাকিব, স্পোর্টস ডেস্ক।।শ্রীলংকা বনাম ইংল্যান্ডের ১ম টেস্ট ম্যাচে মাত্র ১৩৫ রানে অলআউট হয়েছে শ্রীলংকা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। দলের হয়ে শুরুতে ব্যাটিং করতে নামেন লাহিরু থিরিমান্নে এবং কুশাল পেরেরা।
থিরিমান্নে ২২ বলে মাত্র ৪ রান করে ব্রেয়ারস্ট হাতে ক্যাচ বন্দি হয়ে মাট ছাড়েন আর কুশাল ২৮ বলে ২০ রান করে সাজঘরে ফিরেন।
শ্রীলংকার হয়ে দলের চান্দিমাল করেন ২৮ রান,যা সর্বোচ্চ।
অন্যদিকে ইংল্যান্ডের হয়ে বোলিং তান্ডব চালান ডম বেস আর স্টুয়ার্ড ব্রোড।
বেস ১০ ওভার ১ বল করে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট আর ব্রোড নিয়েছেন ৩ উইকেট ৯ ওভার বোলিং করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের দলীয় রান বিনা উইকেটে ৮ রান।