27.2 C
Moulvibazar
রবিবার, মে ২২, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২ জন

এক্সপ্রেস বার্তা, কুলাউড়া।।

অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এ.এস.আই(নিরস্ত্র) আরিফুল ইসলাম এর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে কুলাউড়া পৌরসভা এলাকা হতে সি/আর ৩৪৯/১৮, দায়রা ২৭৭/২০ মামলায় ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামী মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। সে কামারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

এছাড়াও আরেকটি অভিযানে এ.এস.আই (নিরস্ত্র) আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ জি/আর ২৬১/২১ (কুলাউড়া) ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী শিবলু মিয়াকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শিবলু মিয়া দক্ষিণ কলোনি এলাকার আব্দুল মোতালিব এর ছেলে।

শিবলু মিয়া

কুলাউড়া থানার সুনামধন্য অফিসার ইনচার্জ বিনয় ভূষন জানান, থানা এলাকার চুরি, ডাকাতি প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার ও মাদক নিমূর্লের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

জুরুরি নোটিশ

দৈনিক মৌলভীবাজার এক্সপ্রেস এর প্রতিটি নিউজ ১০০ ভাগ মৌলিক রাখার চেষ্টা করা হয়। যদি কোন সংবাদকর্মী অথবা সংবাদ সরবরাহকারী কেউ অন্য কোন ওয়েবসাইট থেকে কোন নিউজ কপি করেন এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা

1,515FansLike
223FollowersFollow
300FollowersFollow
0SubscribersSubscribe

সব খবর