দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ইসলামিক সোসাইটি চেয়ারম্যান মহুরম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২ জুন সকাল ১০টার সময় শ্রীমঙ্গলের কলেজ রোড ঐতিহ্যবাহী শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের শাহেদ গাজী’র সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত করেন সহকারী শিক্ষক মো: আজিজুর রহমার।

উল্লেখ্য, গত বুধবার ১৮ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।

জানা যায়, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ইসলামিক সোসাইটি চেয়ারম্যান ছিলেন, এর আগে তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট আঞ্চলিক বিভাগের টিম সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে ৪ কন্যা সন্তানের জনক। স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও জানা যায়, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ১৯৯১ সালে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ১৫টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে ইসলামী সংগঠন ও আমরা, সাতান্ন বছর জামায়াতে ইসলামীতে কী দেখলাম, শান্তিপূর্ণ পরিবার, মৃত্যুর পর আমরা কোথায় যাব, রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন, একটুখানি চোখের পানি ও ইসলামী আন্দোলন, কারাগারের স্মৃতি, কাবার পথে ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here